Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জকিগঞ্জ পৌর এলাকায় ডাকাত আতঙ্ক : রাত জেগে গ্রাম পাহারা

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : গভীর রাতে ছিনতাইকালে জকিগঞ্জ পৌরসভার পীরেরচক গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তোফায়েল আহমদ রুবেল (১৯) ও সদরপুর গ্রামের সালমান আহমদ (১৮)কে জনতা আটক করে উত্তম-মধ্যম দিয়ে জকিগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। শুক্রবার গভীর রাতে জকিগঞ্জ কেরাইয়া সড়কের ছদর খাল এলাকায় কালিগঞ্জগামী একটি পিকআপ ব্যারিকেড দিয়ে চালক আব্দুল হান্নান (৩০)কে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ৮৬ হাজার টাকা ছিনিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় চালকের চিৎকারে এলাকাবাসী রাস্তা অবরোধ করে তাদের আটক করে উত্তম-মধ্যম করে জকিগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়। ছিনতাইয়ে ব্যবহৃত মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের হামলায় আহত চালক আব্দুল হান্নান সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ৪র্থ তলার সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। পিকআপ লেগুনা মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
অপরদিকে জকিগঞ্জ পৌর এলাকায় ডাকাত আতংক দেখা দিয়েছে। প্রতি রাতে পৌর এলাকার কোথাও না কোথাও ডাকাত দলের হানা দেয়ার খবর পাওয়া যাচ্ছে। পৌর এলাকার মাইজকান্দি, বিলেরবন্দ ও পঙ্গবট গ্রামে রাত জেগে গ্রাম পাহারা বসিয়েছেন এলাকাবাসী। গত ১৫ দিনের ব্যবধানে জকিগঞ্জ পৌর এলাকায় ৩টি দুর্ধর্ষ ডাকাতি ও একটি চুরির ঘটনা ঘটেছে। এসব ডাকাতির ঘটনায় মহিলাদের সাথে ডাকাতদলের অসদ আচরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ১৩ সেপ্টেম্বর পৌর এলাকার পঙ্গবট গ্রামের জকিগঞ্জ শহরের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ফখরুল ইসলামের বাড়িতে ডাকাতি ও ১৪ সেপ্টেম্বর রাতে একই গ্রামের আব্দুল আজিজের বাড়িতে চুরির ঘটনায় জনমনে আতংক ও চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে। পহেলা সেপ্টেম্বর রাতে বিলেরবন্দ গ্রামের দুবাই প্রবাসী আব্দুস সাত্তারের বাড়িতে ও ২৫ আগস্ট জকিগঞ্জ সরকারি কলেজের অফিস সহকারী আব্দুল ওয়াহাবের নোয়াগ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সকল ডাকাতির ঘটনা সশস্ত্র কায়দায় সংগঠিত হয়েছে এবং অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। পৌর শহরের ব্যবসায়ী ফখরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত অনুমান আড়াইটায় ১০/১২ জনের একটি মুখোশ পরিহিত ডাকাতদল ঘরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আমাকে ও স্ত্রী সালেহা পারভীন, ছেলে টিপু সুলতান এবং আমার শ্যালিকাকে মারধর করে কাপড় দিয়ে মুখ বেঁধে রেখে প্রায় ঘণ্টাব্যাপী ঘর তছনছ করে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ৬টি মোবাইল সেট নিয়ে যায়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জকিগঞ্জ পৌর এলাকায় ডাকাত আতঙ্ক : রাত জেগে গ্রাম পাহারা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ