Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ক্যাম্প ছাড়লেন গোলরক্ষক রানা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন জাতীয় দলের অন্যতম গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তারপরও ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে’র ডাকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের এই গোলরক্ষক। কিন্তু কাতার যাওয়া আর হচ্ছে না তার। ডাক্তার জানিয়েছেন ইনজুরি পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। তাই কোচ ও ডাক্তারের পরামর্শে গতকাল ক্যাম্প ছেড়ে বাসায় চলে গেছেন বর্তমান সময়ে দেশের সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক রানা।
ক্যাম্প ছাড়ার খবর জানিয়ে রানা নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘ইনজুরির কারণে কোচ ও ডাক্তারের পরামর্শে জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করছি। ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার যাওয়া হচ্ছে না। দলের প্রতি শুভ কামনা থাকল। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রæত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ