Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে করোনায় মৃত্যু ৩৪ লক্ষাধিক

ভারতে দৈনিক মৃত্যুর রেকর্ড, আড়াই কোটি ছাড়াল সংক্রমণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ১২:০১ এএম

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ হাজার ৭৩৩ জন মারা গেছেন। এর মধ্য দিয়ে বিশ্বে ৩৪ লাখের বেশি মানুষ করোনায় প্রাণ হারালেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৩১৯ জন। এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৩৭১ জন। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৩৩ হাজার ৬৩০ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪ লাখ ৪ হাজার ৪৫৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৫৩৩ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৫৬ লাখ ৬১ হাজার ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছন ৪ লাখ ৩৬ হাজার ৮৬২ জন। অপরদিকে, করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ফের দৈনিক মৃত্যু নতুন উচ্চতায় উঠছে, তবে শনাক্ত নতুন রোগীর সংখ্যা কমলেও মোট সংক্রমণ আড়াই কোটি ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে দুই লাখ ৬৩ হাজার ৫৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে ৪৩২৯ জনের। ভারতে কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে চলতি মাসের ১২ মে দেশটিতে ৪২০৫ জনের মৃত্যু হয়েছিল, একদিন আগ পর্যন্ত সেটিই ছিল দেশটিতে কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এই নিয়ে ভারতে করোনাভাইরাস মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৮ হাজার ৭১৯ জনে। চলতি মহামারীতে মৃত্যুর সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্র ও ব্রাজিল ভারতের ওপরে আছে। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৬ হাজার ৩৫৯ জনের আর ব্রাজিলে চার লাখ ৩৬ হাজার ৫৩৭ জনের। মৃত্যুর সংখ্যার দৈনিক রেকর্ড হলেও ভারতে টানা দ্বিতীয় দিনের মতো তিন লাখের কম রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে ২১ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ২৫ দিন ধরে দৈনিক তিন লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর সোমবার প্রথম সংখ্যাটি তিন লাখের নিচে নামে। সেই ধারাবাহিকতার দ্বিতীয় দিনে শনাক্ত রোগী আরও কমেছে। এনডিটিভি, রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ