বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের দোপপাড়া আযমের বাড়ীর সামনে শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের কিতাব আলী খাঁর ছেলে দরবেশ আলী খাঁ জানান, পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের ফাগো সরদারের ছেলে, সাঈদ সরদার, আশা সরদার, পিকুল, সৈয়দ সরদার, নিটু সরদারসহ লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ লাঠিশোঠা নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে আমার ও ভাই হরবেশ আলী আমার ছেলে ও আযম খাঁ ও রিপন খাঁকে বেদম পিটিয়ে জখম করে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। এলাকার লোকজন আমাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।এই ঘটনায় বালিয়াকান্দি থানায় প্রতিপক্ষদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।