Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনিদের ওপর হামলায় এনডিএফর নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০০ এএম

আল আকসায় বারবার ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা, নিরীহ ফিলিস্তিনীদের হত্যা ও নির্যাতন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সন্ত্রাস, নির্যাতন বন্ধ ও দখলদারিত্ব অবসানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও এর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এর চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।

গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএফ আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান। এনপিপির যুগ্ম মহাসচিব এমাদুল হক রানার সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, এনপিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল, জাগপার সভাপতি এ কে এম মহিউদ্দিন আহমেদ বাবলু, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, আনিসুর রহমান দেওয়ান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ