Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে মৃত ৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০১ এএম

সড়কে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে ময়মনসিংহের ত্রিশালে ৩ জন, নারায়ণগঞ্জে ২ জন, চট্টগ্রাম, খুলনা, গাজীপুর ও নোয়াখালীতে একজন করে।

ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে বেগুনবোঝাই একটি পিকআপ। এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ চালকও। নিহতরা হলেন- আমিনুল ইসলাম (৩৬), তার বোন নাজমা খাতুন (৩২) ও নাজমা খাতুনের মেয়ে লালমনি (৭)। তারা সবাই শেরপুর সদর উপজেলার বাঘের চর গ্রামের বাসিন্দা। গত রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে পিকআপকে ধাক্কা দেয়া গাড়িটির এখনও কোনো হদিস পায়নি পুলিশ।
পুলিশের ধারণা- পিকআপকে ধাক্কা দেয়ার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েছে।
ত্রিশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘বেগুনবোঝাই একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথে রায়মনি এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আর চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারায় গতকাল পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জিয়াউর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক, দুই শিশু ও এক নারীসহ আহত হন মোট চারজন। তাদের মধ্যে অটোরিকশাচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি তিনজনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন- কুমিল্লা জেলার চান্দিনার নজরুল ইসলামের ছেলে সুজন (২৮) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত (৩০)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। ফয়সাল আরাফাত রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ফয়সাল আহমেদ সুজন বসুন্ধরা গ্রুপে কর্মরত ছিলেন।
খুলনা : খুলনার ফুলতলায় গতকাল ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে রিন্টু (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রিন্টু যশোরের কোতয়ালী থানার শেখবাটি গ্রামের মতিয়ারের ছেলে।
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বাসের ধাক্কায় মো. জাহাঙ্গীর আলম (৪০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত মো. জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ সদর থানা স্কুলরোড এলাকার মো. আলিম উদ্দিনের ছেলে। অপরদিকে আহত মো. জয়নাল আবেদীন (৩৮) সিরাজগঞ্জের শাহজাদপুর থানার কাশিয়াখোলা এলাকার মুজিবুর রহমানের ছেলে। তিনি জাহাঙ্গীরের ভগ্নিপতি।
নোয়াখালী : কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল হোসেন মানিক (৩৭), চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের কমর আলী বেপারী বাড়ির মো.হাফেজ উল্যার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়কে মৃত ৯

১৮ মে, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ