Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটির ঘরে বিনোদিনী রাই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশের সাব্বির নাসির এবং কলকাতার সম্পা বিশ্বাসের গাওয়া ‘বিনোদিনী রাই’ গানটি খুব অল্প সময়ে কোটি মানুষের দোড়গোড়ায় পৌঁছে গেছে। হাজার হাজার মানুষ গানটিকে শেয়ার করেছেন। টিকটক কিংবা লাইকিতও গানটি আলোচনার শীর্ষে অবস্থান করছে। আলোচিত এই গানটির কথা লিখেছেন গীতিকবি প্লাবন কোরেশী। সিলেটের ধামাইল আঙ্গিকে করা এই গানটির নতুন সুরও সাজিয়েছেন প্লাবন কোরেশী নিজেই। গানটির সংগীতায়োজনে ছিলেন রিয়েল আশিক। দ্রুততম সময়ে সাফল্য পাওয়া এই গানটি নিয়ে সাব্বির নাসির বলেন, করোনার এই বিপন্ন সময়ে আমার গাওয়া গানটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে, এটি আমার কাছে অত্যন্ত আনন্দের এবং প্রেরণার। প্লাবন ভাই অত্যন্ত দরদ দিয়ে কাজটি করেছেন। গানটির সাফল্য প্রমাণ করে, বাংলাদেশের মানুষ এখনো ভালো গান শুনতে চায়। দুই বাংলায় গানটির ব্যাপক সাফল্যে আমি অনেক বেশি প্রেরণা পাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনোদিনী রাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ