প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা ভিন ডিজেল স্বীকার করেছেন শুরুতে তিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজ নিয়ে খুব নিশ্চিত ছিলেন না। তখন ইউনিভার্সাল ‘পিচ ব্ল্যাক’-এর মুক্তি নিয়ে ব্যস্ত ছিল, সেটিই ছিল সেই সময় পর্যন্ত এই আকারে আমার একমাত্র ফিল্ম, তারা বলল, ‘আমাদের কাছে অবৈধ স্ট্রিট কার রেসিং নিয়ে এই চলচ্চিত্রটি আছে, আমরা এর জন্য একজন দুর্ধর্ষ, আইন অমান্যকারী, কিন্তু সহৃদয় আর নিজস্ব নীতি নিয়ে চলা এক চরিত্রের জন্য অভিনেতা খুঁজছি’। তারপর তারা আমাকে প্রথম পর্বের বর্ণনা দেয় যেখানে ক্যামেরা আমার হাত অনুসরণ করে ইঞ্জিনে চলে যায়, সেই একটি বিষয়ই বর্ণনা করা হয়। আমি বললাম, ‘আমি করব!’, ডিজেল এন্টারটেইনমেন্ট উইকলির বিঞ্জ পডকাস্টে এক সাক্ষাতকারে বলেন। সায় দিলেও চলচ্চিত্রটির সাফল্য নিয়ে তিনি যথেষ্ট সন্দিহান ছিলেন বলে জানান। ‘পরের দিন আমার ‘পিচ ব্ল্যাক’-এর প্রিমিয়ারের জন্য অস্ট্রেলিয়া যাবার কথা ছিল, আমি চিত্রনাট্য পড়ে রওয়ানা দিই-দ্বিধায় পড়ে যাই কারণ যেমন ভেবেছিলাম সেরকম ছিল না স্ক্রিপ্ট,’ তিনি স্মৃতিচারণ করেন। এর পর অবশ্য চিত্রনাট্য অনেক বদলান হয়। তিনি তার চরিত্র সম্পর্কে বলেন, ‘ডম চরিত্রটি জটিল, আলোঞ্জো’র (ডেনজেল ওয়াশিংটন, ‘ট্রেইনিং ডে’, অস্কার জয়) পর আমি এমন চরিত্র আর দেখিনি। লেটি (মিশেল রডরিগেজ) চরিত্রটিকেও অদলবদল করতে হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।