Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাম্রাজ্যবাদী মার্কিন শক্তির মদদেই বারবার রক্তাক্ত ফিলিস্তিন

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ৭:৫১ পিএম

সাম্রাজ্যবাদী মার্কিন শক্তির মদদেই বারবার রক্তাক্ত ফিলিস্তিন। মুসলিম বিশ্বের আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে মানবতার চরম শত্রু ইহুদিবাদী ইসরায়েলি শক্তিকে চরমভাবে শিক্ষা দেবার। একইসাথে তাঁদের মদদদাতা মার্কিন সাম্রাজ্যবাদীকে বুঝিয়ে দেবার আসল সন্ত্রাসী গোষ্ঠী কারা। যেকোনো মূল্যে আমাদের প্রথম কেবলা পবিত্র আল-আকসা মসজিদ দখলদার ইহুদিদের হাত থেকে উদ্ধার করতে হবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর নীতিনির্ধারণী পর্যায়ের এক জরুরি বৈঠকে আজ সোমবার দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ সভাপতিত্বের বক্তব্যে এসব কথা বলেন। বৈঠকে মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের উপর দখলদার ইহুদিবাদী ইসরায়েলি গোষ্ঠীর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

বৈঠকে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, গতকালও সন্ত্রাসী ইসরায়েলি গোষ্ঠীর বিমান হামলায় অসংখ্য নিষ্পাপ ফিলিস্তিনি শিশুদের প্রাণ হারিয়েছে। অন্যদিকে বিশ্ব শান্তি এবং মানবতার ফেরিওয়ালা সাজা মার্কিন সাম্রাজ্যবাদী প্রেসিডেন্ট ন্যাক্কারজনকভাবে দখলদার ইসরায়েলিদের সমর্থন দিয়েছেন। আমরা পরিষ্কার বলতে চাই, মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের পূর্ণ অধিকার রয়েছে তাঁদের মাতৃভূমির স্বাধীনতা প্রতিষ্ঠা করার। আমরা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বিবেকবান মানুষের প্রতি ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আহবান করছি। মুসলিম বিশ্বের আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে মানবতার চরম শত্রু ইহুদিবাদী ইসরায়েলি শক্তিকে চরমভাবে শিক্ষা দেয়ার। একইসাথে তাঁদের মদদদাতা মার্কিন সাম্রাজ্যবাদীকে বুঝিয়ে দিতে হবে আসল সন্ত্রাসী গোষ্ঠী কারা।

সভা পরিচালনা করেন এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। সভা শেষে নিহত ফিলিস্তিনিদের রূহের মাগফেরাত কামনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিক দোয়ার অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ