Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় এডভোকেট এম শাহ আলমের সাতদিনের রিমান্ড আবেদন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ৩:৩৮ পিএম

সাতক্ষীরা বারের সাবেক সভাপতি এডভোকেট এম শাহ আলমকে জিঙ্গাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার (১৭ মে) সকালে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ কুমার। ভার্চুয়াল আদালতের বিচারক সাতক্ষীরা সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ুন কবীর আগামী বৃহস্পতিবার রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেছেন বলে জানিয়েছেন জজ কোর্টের পিপি এডভোকেট আব্দুল লতিফ।
পিপি আরো জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে রিমান্ড আবেদন করায় আসামী পক্ষের জামিন আবেদনের শুনানী হয়নি। নিয়মানুযায়ী আগে রিমান্ড শুনানী করতে হবে। পরে জামিন শুনানী। যে কারণে ডিজিটাল নিারপত্তা আইনের মামলায় গ্রেফতারকৃত এডভোকেট এম শাহ আলমকে আরো কয়েকেদিন কারাগারেই থাকতে হচ্ছে।
এদিকে, এম শাহ আলমের পক্ষে- বিপক্ষে সোমবার সকালে আদালত চত্বরে মানববন্ধন হয়েছে। জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলীর নেতৃত্বে শাহ আলমের মুক্তির দাবী জানানো হয়। আর শাহ আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবি ঐক্য পরিষদের আহবায়ক এডভোকেট স,ম সালাউদ্দিন, পিপি এডভোকেট আব্দুল লতিফ, জিপি শম্ভুনাথ সিং, এডভোকেট মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সদর থানা পুলিশ ১৬ মে রোববার বেলা আড়াইটার দিকে শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে এডভোকেট এম শাহ আলমকে। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
সাতক্ষীরা সদর থানায় এডভোকেট এম শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা রয়েছে। মামলা নম্বর-জিআর ২৯৩/২১ ও জিআর ৩২৪/২১। একটি মামলার বাদী জজকোর্টের বর্তমান পিপি এডভোকেট আব্দুল লতিফ। আরেকটি মামলার বাদী শিক্ষানবীশ আইনজীবি মোঃ লিয়াকত আলী। এছাড়া, সাতক্ষীরা দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে। মামলা নম্বর ৬/২১, ৭/২১ ও ৮/২১। এই মামলাগুলো পিবিআই তদন্ত করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এডভোকেট এম শাহ আলম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ