পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফিলিস্তিনের সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার (১৬ মে) ওআইসি’র নির্বাহী কমিটির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, আল-কুদস আল-শরিফ ও গোটা প্যালেস্টাইনের ওপর সহিংস আক্রমণ করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে নিরাপত্তা কাউন্সিলের কাজ করা উচিৎ।
মন্ত্রী জানান, জাতিসংঘ রেজুলেশন, আরব শান্তি উদ্যোগ ও কোয়ার্টার রোডম্যাপ নির্ধারিত পথে প্যালেস্টাইনের সমস্যার সমাধান চায় বাংলাদেশ। নিরীহ ফিলিস্তিনি জনগণ ও আল আকসা মসজিদের প্রাঙ্গণে বোমা বর্ষণের মতো সন্ত্রাসী কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আহ্বান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।