Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেগেটিভ সনদ নেই

ভারত থেকে আসতে পারেনি বাংলাদেশিরা

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০১ এএম

অনাপত্তি ও করোনা নেগেটিভ সনদ না পাওয়ায় গতকাল রোববার সকাল থেকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিক প্রবেশ করতে পারেনি। ভারতে এ সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশিরা আসতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. অমিত কুমার বিশ্বাস জানিয়েছেন, এদিন সকাল থেকেই আটকে পড়া বাংলাদেশিদের গ্রহণ করার জন্য যথেষ্ট প্রস্তুতি নেয়া হয়। কিন্তু ভারত সরকারের অনাপত্তি ও করোনা নেগেটিভ সনদ না পাওয়ায় তারা আসতে পারেনি। তবে আগামী ২৩ মে পর্যন্ত এ জটিলতা কাটাতে আটকেপড়া বাংলাদেশিদের অপেক্ষা করতে হতে পারে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত শনিবার দুপুরে কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভারত থেকে আগতদের পর্যবেক্ষণে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ভারতীয় ভেরিয়েন্ট যেন কোনভাবেই ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে। করোনাকালীন সময়ে বাংলাদেশের নাগরিকরা ভারতে চিকিৎসাসহ অন্য প্রয়োজনীয় কাজে যান। ভারতে অবস্থানকালীন সময়ে তারা সেখানে আটকা পড়েন। তাদের দেশে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়া হয়। অনুমতি পাওয়া নাগরিকরা ১৬ মে সকাল থেকে ভারতের গেদে হয়ে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করতে পারবেন। তাদের র‌্যাপিড কিটসের মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে। পরে প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নির্ধারিত স্থানে পাঠানো হবে। ভারত থেকে প্রথম দিনে যারা আসবেন তাদের রাখা হবে চুয়াডাঙ্গা নার্সিং ইনিস্টিটিউটের হোস্টেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেগেটিভ সনদ নেই

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ