Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০১ এএম

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার সকালে দেবিদ্বার খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে প্রান্তিক কৃষক থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মফিজুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। দেবিদ্বার উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন ইনকিলাবকে বলেন, এবার সরকারিভাবে ২৭ টাকা কেজি দরে ৯৫২ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ১১ হাজার ১৬ মেট্রিক টন চাল ক্রয় করবে খাদ্য বিভাগ। আগামী ১৬ আগস্ট পর্যন্ত চাল ও ধান সংগ্রহ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল সংগ্রহ উদ্বোধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ