Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কণার কণ্ঠে রুনা লায়লার গান

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে। আমায় তুমি ফেলে যেও না। রুনা লায়লার গাওয়া এই জনপ্রিয় গানটি নতুন করে গাইলেন সঙ্গীতশিল্পী কণা। গান বাংলা চ্যানেলের উইন্ড অব চেঞ্জ-এর প্রি-সিজন টুতে সম্প্রতি গানটি পরিবেশনা করেন কণা। ঈদ আয়োজন হিসেবে গানটি প্রচারের পরপরই ১৫ সেপ্টেম্বর রাতে ইউটিউবে প্রকাশ করা হয়। আহমাদুজ্জামান চৌধুরীর কথায় মূল গানে সুর ও সঙ্গীত করেছেন সুবল দাস। উইন্ড অব চেঞ্জ-এ নতুন করে সঙ্গীত করেছেন তাপস। তার সঙ্গে ছিলেন একদল বিদেশি কলাকুশলী। নতুন সঙ্গীতায়োজনে চমক হিসেবে ছিল স্যাক্সোফোন, ভায়োলিনসহ অন্যান্য বাদ্যযন্ত্র ও কোরাসের ব্যবহার। কনা তার স্বভাবসুলভ দরদ দিয়েই গানটি পরিবেশন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কণার কণ্ঠে রুনা লায়লার গান

১৮ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ