Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভাব-অনটনের মধ্যেই কাঙ্গালিনী সুফিয়ার ঈদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০২ এএম

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়ার এবারের ঈদ কেটেছে অভাব-অনটনের মধ্যে। ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে’, বুড়ি হইলাম তোর কারণে’র মতো জনপ্রিয় গানের এই শিল্পী এখন কুষ্টিয়ার জেলখানা মোড়ের একটি আশ্রয় কেন্দ্রে থাকেন। সেখানেই তার এবারের ঈদ কেটেছে। অসুস্থতার কারণে ঘরে পরে আছেন এই শিল্পী। ঈদ প্রসঙ্গে কাঙ্গালিনী সুফিয়া জানান, যেখানে ওষুধ ও খাবারের টাকা নেই, সেখানে ঈদ আনন্দ অনেক দূরের কথা। তিনি বলেন, জেলখানার মোড়ে সরকারের দেওয়া ঘরে আছি। আমার শরীর বেশি ভালো না। ওষুধ ফুরিয়ে গেছে। হাতে টাকা পয়সা নেই। ওষুধ কিনে খেতে পারছি না। করোনার কারণে কোথাও বের হতে পারছি না। হার্টের সমস্যা, প্রেসার, কিডনি সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছি। তিনি বলেন, ঈদের কেনাকাটা করব কি দিয়ে, পয়সা কড়ি নেই। কিছু কেনাকাটা করতে পারিনি। খাবার ও ওষুধ কেনার টাকা নেই, ঈদের কেনাকাটা কীভাবে করি? তিনি আক্ষেপ নিয়ে বলেন, শিল্পীদের কানো মূল্য নেই। আমি সালোয়ার কামিজ পরে থাকি। তা দেখে কেউ কেউ হাসে। শাড়ি কেনার টাকা নেই। উল্লেখ্য, কাঙ্গালিনী সুফিয়া গানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাঙ্গালিনী সুফিয়ার ঈদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ