Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরে স্থাপন করা হচ্ছে দেড়শত কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট- সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ৭:০৩ পিএম

কক্সবাজার শহরে একশত ৫০ কোটি টাকা ব্যয়ে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে বলে জানা গেছে। এই প্ল্যান্টে বাঁকখালী নদীর ভূ-উপরিস্থ পানি ট্রিটমেন্ট করে কক্সবাজার শহরের প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে নিরাপদ সুপেয় পানি সরবরাহ করা হবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ রোববার (১৬ মে) কক্সবাজারে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, এখন শহরবাসী নলকূপ ও গভীর নলকূপের পানি পান করে থাকেন। শুষ্ক মওসুমে শহরের অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার পড়ে যায়। এ সমস্যার স্থায়ী সমাধানে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানটি স্থাপন করা হচ্ছে।

সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আমার জন্ম, শৈশব, কৈশোর, লেখাপড়া, বসবাসসহ সবকিছুই কক্সবাজার শহরে।
তাই স্বাভাবিকভাবেই কক্সবাজার শহরের প্রতি আমার একটা আলাদা দরদ
রয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হিসাবে দায়িত্বে আছি বলেই কক্সবাজার শহরের জন্য এসব উন্নয়ন কার্যক্রম হাতে নিতে পারছি। অন্য মন্ত্রনালয়ের সচিব হলে সদিচ্ছা থাকলেও হয়ত এত সহজে কক্সবাজার শহরের উন্নয়ন কাজের জন্য উদ্যোগ নিতে পারতাম না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ