প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই বাংলাদেশি মোবাইল কোম্পানির সাথে মোবাইল কনটেন্ট প্রোভাইডার (সিপি) হিসেবে কাজ করে আসছে অ্যাডবক্স বাংলাদেশ লি.। সম্প্রতি প্রতিষ্ঠানটি জনপ্রিয় মিউজিক অ্যাপ ‘গানবক্স’ এর মাধ্যমে ডিজিট্যালি প্রকাশ করেছে ৫টি একক ও মিশ্র গানের অ্যালবাম। সংগীতের তিন তারকা ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী ও আগুনের গান নিয়ে সাজানো হয়েছে ‘তিন তারা’ অ্যালবামটি। শাহরিয়ার বেলালের কথা-সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। দীর্ঘদিন পর ক্লোজআপওয়ান তারকা সালমার নতুন একক ‘দরদ’ প্রকাশ করেছে। কণ্ঠশিল্পী তৌসিফ ও রেজওয়ানের সুরে অ্যালবামের গানগুলো লিখেছেন ওমর ফারুক, জুয়েল মাহমুদ ও আশিক বন্ধু। প্রকাশ করেছে তৌসিফ ও নদীর প্রথম দ্বৈত অ্যালবাম ‘মন যদি চায়’। অ্যালবামের গানগুলোর সুর করেছেন তৌসিফ ও রেজওয়ান। আর রোমান্টিক ঘরানার গানগুলো লিখেছেন জুয়েল মাহমুদ, ফিদেল, স্নোহাশীষ ও সুমন। ডিজে রাহাত এবার হাজির হয়েছেন বেশ কজন তারকা শিল্পীকে নিয়ে। তারা হলেন কণা, ন্যানসি, জুলি, কোনাল ও ঐশী। অ্যালবামের নাম ‘ডিজে রাহাত উইথ স্টারস’। মীর মাসুম ও ফিদেল হাসানের সুরে সবগুলো গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। প্রকাশ করেছে জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুলের সিঙ্গেল ট্র্যাক ‘স্বপ্ন দেবো’। তারেক তুহিনের কথায় গানটির সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। অ্যাডবক্স-এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম (সামির) বলেন, ‘বিনোদন মানেই এখন অনলাইন কেন্দ্রিক প্রায় সব কিছু। সেই প্রেক্ষিতে দেশীয় সংগীত এবং শিল্পীদের একটি নতুন সুযোগ এবং এক্সপার্ট গাইডলাইন দেয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা বাংলাদেশের সংগীতপ্রেমীদেরকে আরও ভালো কোয়ালিটির মিউজিক দিতে চাই ডিজিটাল মাধ্যমে। স্বপ্ন দেখি বাংলাদেশের ডিজিটাল মিউজিক ইন্ডাস্ট্রি আমাদের মাধ্যমেই সফল্যের পথে এগিয়ে যাবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।