Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিলমারীতে এক সন্তানের জননির রহস্য জনিত মৃত্যু আটক ২

চিলমারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ৫:১৩ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে আটক করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, নিহত নুরুনের শ্বশুর মতিয়ার রহমান ও তার শ্বাশুড়ি আম্বিয়া বেগম।
উল্লেখ্য, উপজেলার ছোট কুষ্টারী গ্রামে পারিবারিক কলহের জের গলায় ওরনা পেঁচিয়ে ফাঁস দিয়ে নুরুন হুজ্জাতুন (২০) নামের এক গৃহবধূ আত্মাহত্যা করেছেন। নিহত ওই গৃহবধূর সাত মাস বয়সের নেহা নামের একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের স্বামী নাম আরিফুল ইসলাম (৩০)। শনিবার (১৫ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে স্বামীর বাড়িতে নিজের শয়ন কক্ষে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের স্বামী আরিফুল ইসলাম দেড় মাস আগে উলিপুরে একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি নিয়েছেন। বিকেলে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ হয়। আরিফুলের স্ত্রী ঐদিন বিকেলে তার বাবার বাড়িতে যেতে চেয়েছিলেন বলে তার মাকে ফোন করেন। কিন্তু স্বামীর বাড়ির লোকজন তাকে যেতে দেয় নাই, তবে তার গলায় দড়ির দাগ ছিল। আত্মহত্যা নাকি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না।
নিহত নুরুন একই উপজেলার রমনা ইউনিয়নের শরীফেরহাট এলাকার বাতেন মিয়ার মেয়ে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, আত্মাহত্যার ঘটনায় মেয়ে পক্ষ থেকে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫জনের নামে রবিবার একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং- ৭। ইতিমধ্যে ২জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রহস্যজনক মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ