Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে প্রকৌশলীকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে একজন প্রকৌশলীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রধান আসামি আমজাদ হোসেন তুহিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ব্যাপারে আহত মাসুদুর রহমানের পিতা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আহত মাসুদুর রহমান রাহাত ঢাকার একটি ডেভেলপমেন্ট কোম্পানীতে প্রকৌশলী পদে কাজ করেন। অভিযোগে প্রকাশ, গত ১২ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় বসুরহাট আরডি শপিংমলের সামনে আমজাদ হোসেন তুহিন ও তার ভাই ছাত্রলীগ মুজিব কলেজ শাখার নেতা মোবারক হোসেন রিয়াদ প্রকৌশলী মাসুদুর রহমানের উপর অতর্কিতে হামলা চালায়। পরে এলাকাবাসী গুরুতর আহত মাসুদুর রহমানকে প্রথমে কোম্পানীগঞ্জ হাসপাতাল ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মামলার বাদি তৌহিদুর রহমান সেন্টু জানান, তার বড় ভাই ডা. মাহবুব রসুলের মেয়ে কলেজে আসা যাওয়ার পথে আমাজাদ হোসেন তুহিন প্রায়ই উত্ত্যক্ত এবং অশালীন আচরণ করে আসছে। তৌহিদুর রহমান সেন্টুর পরিবার প্রতিবাদ করলে আমজাদ হোসেন একদিন গভীর রাতে ডা. মাহবুব রসুলের বাসার দ্বিতীয় তলায় উঠার চেষ্টাকালে বাড়ীর লোকজন চিৎকার শুরু করে। এক পর্যায়ে প্রকৌশলী মাসুদুর রহমান রাহাত তুহিনকে জাপটে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তুহিনকে আটক করে থানায় নিয়ে যায়। উক্ত ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগ সভাপতি, সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যানের মধ্যস্থতায় তুহিন অঙ্গীকারনামায় দস্তখত দিয়ে ছাড়া পান। এ ঘটনার জের ধরে প্রকৌশলী মাসুদুর রহমানের উপর হামলা চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোম্পানীগঞ্জে প্রকৌশলীকে কুপিয়ে জখম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ