Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেবু চাষে বেকারত্ব দূর, ঘুরছে ভাগ্যের চাকা

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এম এস এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম) থেকে

চলতি বর্ষা মৌসুমে আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকায় বোয়ালখালীতে লেবুর ফলন অন্যবারের তুলনায় এবার অনেক ভাল হয়েছে। এতে ঘুরে যাচ্ছে অনেকের ভাগ্যের চাকা। জানা যায়, উপজেলার আমুচিয়া, জ্যৈষ্ঠপুরা ও কড়লডেঙ্গার বিপুল পরিমাণ পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে লেবু বাগান। চাষটি লাভজনক হওয়ায় এ লেবু চাষের দিকে ঝুঁকতে শুরু করেছে অনেকেই। এতে পিছিয়ে থাকা এলাকাবাসীর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আর্থিক সচ্ছলতা ফিরে আসতে শুরু করেছে এখানকার ঘরে ঘরে। তবে এখানকার চাষিদের অভিযোগ, তাদের এ কাজে সরকারি সহায়তা কিংবা কৃষি বিভাগের পরামর্শ তারা পান না। ব্যক্তিগত কিংবা বেসরকারি সংস্থার কাছ থেকে ধার-কর্জ নিয়েই এ অঞ্চলের প্রান্তিক চাষিরা চাষাবাদ করে থাকেন। বোয়ালখালী উপজেলার আমুচিয়া, জ্যৈষ্ঠপুরা ও কড়লডেঙ্গা থেকে প্রতিদিন শত শত বস্তা লেবু ট্রাক-পিকআপ ও বিভিন্ন বাহনযোগে চট্টগ্রাম হয়ে রাজধানী ঢাকার বিভিন্ন বড় বড় বাজার, কুমিল্লার চৌদ্দগ্রাম, ফেনী, নোয়াখালী, সীতাকুন্ডসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা আড়তদার ও কৃষকেরা। উপজেলার পূর্বাঞ্চলের অনেক বেকার যুবক এখন লেবু চাষ করে স্বাবলম্বী হয়েছে। তাদের অভিযোগ এখানে যে পরিমাণ লেবু উৎপাদন হয় হিমাগার বা উপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক সময় পচন ধরে লেবু নষ্ট হয়ে যায়। যার কারণে কম দামে এসব লেবু বিক্রি করে দিতে হয়। এতে অনেক সময় চাষিদের ক্ষতির সম্মুখীন হতে হয়। এখানকার চাষিরা এবং পাইকারি ব্যবসায়ীরা উৎপাদিত লেবু হিমাগারে সংরক্ষণ করতে পারলে তা বিদেশেও রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যেত বলে ধারণা তাদের। জানা যায়, গত বছর বোয়ালখালী উপজেলায় পাহাড়ি ও বনভূমি এলাকাজুড়ে শত শত হেক্টর লেবু চাষ হয়েছিল। চলতি বর্ষা মৌসুমে আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকায় ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। চাষিরা জানিয়েছেন, ফাল্গুন ও চৈত্র মাসে লেবুর ফুল আসতে শুরু করে আর ফলন দেয় জ্যৈষ্ঠ-আষাঢ়-শ্রাবণ-ভাদ্র মাসজুড়ে। এছাড়াও বোয়ালখালীর আমুচিয়া, জ্যৈষ্ঠপুরা ও কড়লডেঙ্গা পাহাড়ে বছরের প্রায় ১২ মাসই বিভিন্ন জাতের লেবু চাষ হয়ে থাকে। তবে জ্যৈষ্ঠ থেকে ভাদ্র এ ৪ মাসে লেবু ফলন বেশি হয়ে থাকে। দেশে বিভিন্ন জাতের লেবু থাকলেও বোয়ালখালীতে সাধারণত কাগজী, বাতাবি, পাতি ও এলাচি লেবুর আবাদ হয়ে থাকে। এর মধ্যে কাগজী ও বাতাবি লেবুর চাষই হয় বেশি। এ চাষ লাভজনক হওয়াতে দিন দিন বাড়ছে উপজেলায় লেবু চাষির সংখ্যা। লেবু চাষিরা বলেন- বোয়ালখালীর এসব পাহাড়ি ভূমি লেবু চাষের জন্য উপযোগী জায়গা। এখানকার চাষিদের সরকার তথা কৃষি বিভাগ প্রযুক্তি গতভাবে প্রশিক্ষণসহ লেবু চাষে নিয়মিত সহযোগিতা করলে এ চাষে বিপ্লব ঘটানো যেত বলে অনেকের ধারণা। এতে যেমন তৈরি হতো অনেক শ্রমিকের কর্মসংস্থান তেমনি এখানাকার ঘরে ঘরে ফিরে আসতো আরো বেশি আর্থিক সচ্ছলতা। এর মধ্য দিয়ে সরকারের রাজস্ব আয় হতো প্রচুর। তারা আরো বলেন, এখানে বন বিভাগের হাজার হাজার হেক্টর ভূমি পরিত্যক্ত ও অবৈধভাবে দখলে নিয়েছে প্রভাবশালীরা। এসব ভূমি উদ্ধার করে সরকারিভাবে পরিত্যক্ত অবৈধ দখলীয় বনভূমি যদি লেবু চাষের আওতায় আনা যায়। তাহলে এসব ভূমিতে লেবু চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিপুল পরিমাণ লেবু বিদেশেও রপ্তানি করা যেত বলে জানান স্থানীয়রা। পূর্ব আমুচিয়ার লেবু চাষি মো. আবু জাফর মেম্বার বলেন, তিনি নিজেও অন্যান্য ফসলের পাশাপাশি লেবু চাষের মাধ্যমে আজ অনেক স্বাবলম্বী। একজনের দেখা-দেখিতে এখানকার অনেকেই এখন লেবু চাষে আগ্রহী। এ কাজে সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে একদিকে যেমন বেড়ে যাবে শ্রমজীবীদের কর্মসংস্থান অন্যদিকে এখানকার ঘরে ঘরে ফিরে আসবে আর্থিক সচ্ছলতা। তিনি বলেন, এখানকার লেবু চাষিদের মধ্যে প্রায়ই যুবক শ্রেণী। সরকার ও সংশ্লিষ্ট দপ্তর এখানকার এসব যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি আরো সুদৃঢ় হবে বলে আশাবাদী তিনি। কড়লডেঙ্গা নতুন বাজারের পাইকারি লেবুর ব্যবসায়ী ও আড়তদার মোহাম্মদ আবদুচ ছত্তার সাওদাগর জানান, তার মত উপজেলায় আরও ২৫-৩০টি আড়ত রয়েছে। বোয়ালখালী থেকে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৬০-৮০ গাড়ি লেবু সরাসরি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার পাইকারি বাজারগুলোতে বাজারজাত করা হচ্ছে। তবে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এখানকার উৎপাদিত লেবুর চাহিদা অনেক বেড়ে গেছে। তবে এখানে সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় নষ্টের ভয়ে এসব লেবু নিয়ে বিপাকে পড়তে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবু চাষে বেকারত্ব দূর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ