Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাসস্ট্যান্ডে ঈদফেরত যাত্রীদের ভিড় শেরপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা

ঈদের ছুটি শেষ। তাই এবার কর্মস্থলে ফেরার তারা সবার। আগামীকাল রোববার অফিস ধরতে হবে। এ জন্য সকাল থেকেই ঢাকাগামী বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের প্রচ- ভিড়। অতিরিক্ত কোচ রাখার পরও যাত্রীদের সামলাতে কষ্ট হচ্ছে। ঢাকা থেকে কোচগুলো সঠিক সময় ফেরত না আসলে বিকেল নাগাদ শেরপুর কোচ স্ট্যান্ডগুলো কোচ শূন্য হয়ে যেতে পারে। এদিকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে যাত্রীরা। ৩শ’ টাকার ভাড়া ৫শ’ টাকা করে নেয়া হচ্ছে। অবশ্য মালিক শ্রমিকদের পক্ষ থেকে যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হয়েছে বলে শেরপুর বাসকোচ মালিক সমিতির সভাপতি ও শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু জানিয়েছেন। তিনি আরো বলেন, রাস্তায় এবার তেমন জাম নেই। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিভিন্ন উপজেলা ও দূরদূরান্ত থেকে যাত্রীদের কোচ স্ট্যান্ডে আসতে কষ্ট হচ্ছে। তবে শেরপুরের নকলাসহ বিভিন্ন স্থানে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির জাম বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাসস্ট্যান্ডে ঈদফেরত যাত্রীদের ভিড় শেরপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ