Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হালকা বৃষ্টিতেই জলাবদ্ধ চট্টগ্রাম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২১, ৬:০৩ পিএম

গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। আর এ বৃষ্টিপাতে তলিয়ে যায় নগরীর নিম্নাঞ্চল। আজ শুক্রবার (১৪মে) সকাল ১০টা থেকে বৃষ্টি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা অব্যাহত ছিল বৃষ্টি। এতেই চট্টগ্রামের চকবাজার, প্রবর্তক মোড়, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বহদ্দারহাট, দুই নম্বর গেইট, খাতুনগঞ্জসহ অধিকাংশ নিম্নাঞ্চলের সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব এলাকার নিচতলার বাসা-বাড়ি ও দোকানপাটে পানি ঢুকে যায়।
তবে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করে। জলাবদ্ধতার কারণে পানি মাড়িয়ে অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে ঈদের দিন চলাচল করতে হয় নগরবাসীকে।
আবদুল্লাহ আল জনি নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বৃষ্টির পানি জমে যাওয়ায় বাসা থেকে বের হতে পারিনি। এককথায় এটাকে পানিবন্দি ঈদ বলা যেতে পারে।
চকবাজার মসজিদে ঈদের নামাজ পড়া মুসল্লি রেদোয়ান হক বলেন, কাকভেজা বৃষ্টিতে নগরীর এমন হাল হলে বর্ষায় কি হবে বন্দর নগরীর। হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। কিন্তু কোনো সুফল পাচ্ছি না আমরা।
জলাবদ্ধতার ছবি দিয়ে সুজন চৌধুরী নামের একজন তার ফেসবুক ওয়ালে আক্ষেপ করে লিখেছেন, 'আহা এটা আমাদের চট্টগ্রাম। রূপে অপরূপ চট্টগ্রাম।'
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাধ্যমে পাঁচ হাজার কোটি টাকারও বড় একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। পানি উন্নয়ন বোর্ডেরও পৃথক আরেকটি প্রকল্প চলমান আছে। কিন্তু নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কোনো প্রকল্পই। তাই দুর্ভোগও পিছু ছাড়ছে না নগরবাসীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ