বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদের দিনে গরমে হাপিয়ে উঠেছিলেন নগরবাসী। শেষ বৈশাখে কয়েক দিন ধরে প্রকৃতিতে বিরাজ করছিল রুক্ষতা। আকাশে মাঝে মাঝে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা মিলছিল না। আবহাওয়ার পূর্বাভাসে আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল।
অপেক্ষার পালা শেষে দুপুর সাড়ে তিনটা নাগাদ খুলনায় বৃষ্টি নামে। মেঘের গর্জনের সাথে থেমে থেমে বৃষ্টি। কখনো দমকা হাওয়া। সারাদিনের তপ্ত আবহাওয়া কিছুক্ষণের মধ্যেই শীতল স্বস্তিতে রুপ নেয়। প্রায় একই সময়ে খুলনা মহানগরী ও এর পার্শবর্তী উপজেলাগুলোতেও বৃষ্টি হয়েছে।
খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে আকাশে সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামী দু একদিন বিচ্ছিন্নভাবে খুলনার বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বৃষ্টির ধারাবাহিকতা একই রকম থাকলে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি হ্রাস পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।