Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২১, ১২:৫৪ পিএম

জেরুসালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলী পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী শাখা। আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সকাল ১১টার দিকে জাতীয় মসজিদের উত্তর গেইটে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উত্তর মহনগরীর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারি মাসউদ। উপস্থিত ছিলেন, দক্ষিণ মহানগরী সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমসহ নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইহুদি ইসরাইল ফিলিস্তিনীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। আল-আকসা মসজিদের মুসল্লিদের রক্তাক্ত করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তারা বলেন, ইহুদি ইসরাইলের কালো দাঁত ভেঙ্গে দিতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ