রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
চাহিদা মোতাবেক যৌতুক দিতে না পারায় স্বামী শ্বশুর ও শাশুড়ির নির্যাতনে প্রাণ দিতে হলো ফুলপুর উপজেলার চরসল্পা গ্রামের লাল শহর আলীর মেয়ে ফুলমালাকে। পারিবারিক ও মামলা সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চর সল্পা গ্রামের লাল শহর আলীর মেয়ে ফুলমালার সাথে ১৪ বছর পূর্বে কোতয়ালী থানার চর রাঘবপুর গ্রামের লেয়াকত আলীর পুত্র মোঃ সুমনের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়ির দাবির প্রেক্ষিতে গরু, বাছুরসহ টাকা পয়সা দেয়া হয়। এরপরও বিভিন্ন সময় যৌতুক দাবি করে ফুলমালার উপর নির্যাতন করে। ৬ মাস পূর্বে ১ লাখ টাকা যৌতুক দাবি করে স্বামী ও তার লোকজন। যৌতুকের দাবিকৃত টাকা দিতে না পারায় ফুলমালার উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। গত বুধবার বিকেলে পিতার বাড়িতে সংবাদ আসে ফুলমালা মারা গেছে। বাড়ি থেকে লোকজন চর রাগবপুর গ্রামে গিয়ে জানতে পারে ওই দিন বিকেলে স্বামী সুজন, শ্বশুর লেয়াকত আলী ও শাশুড়ি জুসনা বেগম যৌতুকের টাকার জন্য ফুলমালাকে শারীরিক নির্যাতন করেছে। নির্যাতনের এক পর্যায়ে ফুলমালার মৃত্যু হয়। এ ব্যাপারে পিতা লাল শহর আলী বাদি হয়ে কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশ উদ্ধার করে বৃহ¯পতিবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ফুলমালার পিতা লাল শহর আলী বলেন, যৌতুকের জন্য আমার মেয়ের উপর স্বামী ও তার লোকজন নির্যাতন করেছে। যৌতুকের দাবির টাকা দিতে না পারায় ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।