Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০২১, ১১:৩৬ পিএম

ঢাকা থেকে ঈদ ফেরত যাত্রী বহনকারী একটি মোটরসাইকেলের সঙ্গে অপর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাগুরায় দুই যুবক নিহত হয়েছেন।নিহতরা হচ্ছেন মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের ব্যাপারী পাড়ার ওহিদুর রহমানের ছেলে বাধন বিশ্বাস (২৪) এবং যশোরের রামকৃষ্ণপুর গ্রামের আবদুস সালামের ছেলে নিশান (৩০)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে মাগুরার পারনান্দুয়ালি গ্রামের ছেলে বাধন নিজের পালসার মোটরসাইকেল নিয়ে মাগুরা-ফরিদপুর মহাসড়কের তিন নম্বর ব্রিজ এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা ভাড়ায় চালিত ডিসকোভার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই উভয় মটর সাইকেলের চালক নিহত হয়।

এ দুর্ঘটনায় ঈদ উপলক্ষে ঢাকা থেকে আসা মোটরসাইকেল আরোহী আবদুল গফফার গুরুতর আহত হয়েছেন। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ