Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কৃষকের ঈদ আনন্দ’-এ জেলায় জেলায় লড়াই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২১, ৮:১৬ পিএম

কৃষকের হাসি কান্না নিয়ে প্রতি ঈদে গল্প গাঁথেন শাইখ সিরাজ তার ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানে। জীবন যুদ্ধের কঠোরতাকে পেলব করতে কৃষকদের নিয়ে খেলায় মাতেন। গ্রামীণ খেলাধুলার অনাবিল আনন্দে মাতিয়ে তুলেন বাংলার কৃষকদের। পাশাপাশি থাকে ক্যামেরার লেন্সে তুলে আনা দেশ-বিদেশের বিস্ময়কর নানান গল্প। এবারের ঈদেও ব্যতিক্রম নয়। ঈদের দ্বিতীয় দিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইতে প্রচার হবে ‘কৃষকের ঈদ আনন্দ’।

পৃথিবীজুড়ে মহামারির তবুও আশার প্রদীপ হয়ে জ্বলছে কৃষক। আমাদের খাদ্য চাহিদা মেটাতে নিরলস কাজ করে যাওয়া এই জাতির ঋণ শোধ করার নয়। তাদের শ্রম, ঘাম, বঞ্চনার পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের উজ্জীবিত করতে এই ঈদে চ্যানেল আইতে প্রচার হবে ‘কৃষকের ঈদ আনন্দ’। তবে এবারের আয়োজন আর সব আয়োজন থেকে একেবারে ভিন্ন। এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’- হবে জেলায় জেলায় লড়াই। আরো নানান চমক থাকছে অনুষ্ঠানটিতে। এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন শাইখ সিরাজ নিজেই।

এক বছরেরও বেশি সময় ধরে করোনাভাইরাস কেড়ে নিয়েছে মানুষের স্বস্তি। বাংলাদেশের মানুষও লড়ে যাচ্ছে এই অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে। লাখ লাখ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আমরা ইতিমধ্যে হারিয়েছিও অনেককেই। স্থবির অর্থনীতির একমাত্র হাতিয়ার কৃষি। শত প্রতিবন্ধকতা পেরিয়ে মাটির বুক চিরে ঠিকই ফলিয়ে আনছে সোনার ফসল। কৃষকের কান্না আমাদের কান্না না হলেও, কৃষকের হাসিই আমাদের হাসি।



 

Show all comments
  • Dadhack ১৩ মে, ২০২১, ১০:০২ পিএম says : 0
    It is harram to expose men's thigh, not even a dead body thigh while bathing. What a muslim we are?? We so called muslim are billion trillion far away from Islam. Q'Muslim Read Qur'an with meaning and also Tafsir, read Hadith and useful Islamic book also listen honest Alem's lecture.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ