বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সউদী আরবের সঙ্গে তাল মিলিয়ে দিনাজপুরের ৪ উপজেলায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলাগুলো হলো- দিনাজপুরের সদর, কাহারোল, চিরিরবন্দর ও বিরল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় জেলা শহরের বাসুনিয়াপট্টিতে পার্টি কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ঈমামতি করছেন সাইদুর রহমান। এছাড়াও চিরিরবন্দর উপজেলার সাইতাড়া, রানীরবন্দর, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে ঈদের আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে। ইমাম সাইফুল্লাহ রহমান জানান, সারাবিশ্বে এক দিনেই ঈদ হবে। আমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও তারাবিহ আদায় করেছি।এবছর ঈদের জামাতে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা হয়েছে। জামাতে অংশ নেয়া কেউ পরস্পর থেকে নূন্যতম দূরত্ব বজায় রাখেন। মুসল্লিদের সবার মুখে ছিল মাস্ক।
উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সউদী আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।