বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ার ৫ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারীরা সউদী আরবের সাথে মিল রেখে আজ বৃহষ্পতিবার পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করছে। উপজেলার ভাইজোড়া গ্রামে খন্দকার বাড়ি সাবেক চেয়ারম্যান শামসুল হক খন্দকারের নেতৃত্বে ১টি জামায়াত এবং কচুবাড়িয়া গ্রামে হাজী বাড়ি ফরহাদ মেম্বরের নেতৃত্বে ১টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
জানাযায়, উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামে শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করে। বুধবার রোজা ৩০টি পূর্ণ হওয়ায় আজ বৃহষ্পতিবার তারা ঈদ-উল-ফিতর উদযাপন করেছে।
কচুবাড়িয়া গ্রামের ফরহাদ মেম্বর জানান, তারা সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করেছেন।
ভাইজোড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো: শিপন খন্দকার জানান, তারা সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেছেন।
উল্লেখ্য শুরেশ্বর পীরের অনুসারীরা দীর্ঘ বছর থেকে সৌদী আরবের সাথে মিল রেখে রমজান ও ২ ঈদ পালন করে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।