Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে ৫ দেশের ভার্চুয়াল সভা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১০:৪২ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের দক্ষিণ এশিয়া অঞ্চলের খেলা শেষ মুহূর্তে স্থগিত হয়েছে । আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের বাকি ম্যাচ আয়োজন নিয়েও  তৈরি হয়েছে সংশয়। কারণ এই গ্রুপে রয়েছে ভারত। জুনে বিশ্বকাপ বাছাইয়ে বাকি তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। ভেন্যু কাতার। করোনাভাইরাস পরিস্থিতির জন্য এই সময়ে ম্যাচগুলো নিয়ে শঙ্কা থাকার কারণে এএফসি ১৯ মে বাংলাদেশ, কাতার, ভারত, ওমান ও আফগানিস্তানকে নিয়ে একটি ভার্চুয়াল সভা করবে। ১৯ মে ৫ দেশের সভায় ভিসা, টিকিট ও করোনা প্রটোকল নিয়ে আলোচনা হবে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ ম্যাচ হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। বুধবার তিনি বলেন,‘ভারতের গণমাধ্যমে দেখেছি, এএফসি ম্যাচ চালিয়ে যাওয়ার ব্যাপারে ভারতকে জানিয়েছে। পাশাপাশি আমাদেরকে জানিয়েছে দু-একদিনের মধ্যেই ম্যাচ অফিসিয়ালদের নাম জানাবে।’

কাতার সফরের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে বাফুফে। এ প্রসঙ্গে সোহাগ বলেন,‘ কাতার সরকারের বিশেষ অনুমতি নিয়েই আমাদের সেখানে যেতে হবে। এজন্য ইতোমধ্যে আমরা ওই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ অব্যহত রেখেছি। আশা করি কয়েক দিনের মধ্যে বিষয়গুলো আরো স্পষ্ট হবে।’ 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ