Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোনো মানুষই ধর্মনিরপেক্ষ হতে পারে না-অধ্যাপক মাহবুবুর রহমান

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, পৃথিবীর কোন মানুষই ধর্মনিরপেক্ষ নয়। কোনো ধর্মই ধর্ম নিরপেক্ষতাবাদকে সমর্থন করে না। ধর্মনিরপেক্ষতা একটি ভ্রান্তমতবাদ। সব মানুষই কোনো না কোনো ধর্মের অনুসারী। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমরা ইসলামী দর্শন অনুযায়ী দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আন্দোলন করছি। তিনি গতকাল ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মাওলানা বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি আশরাফ উদ্দিন ভূইয়া, কাজী আবুল হোসেন, মাস্টার বজলুল হক, মুফতি কাউছার আহমেদ, হাজী আব্দুল ওয়াহাব মোল্লা, ডা. ইদ্রিস আলী, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল ওয়াহেদ ও ছাত্র নেতা আরিফ বিন মেহের উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোনো মানুষই ধর্মনিরপেক্ষ হতে পারে না-অধ্যাপক মাহবুবুর রহমান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ