মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সকাল হতে না হতেই এক করোনা রোগীকে ঝুলতে দেখা গেল হাসপাতালের চারতলার কার্নিশে। ভোররাতে হাসপাতালের জানলা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। ঘটনা ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের। রাজ্যটির প্রধান শহর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটে এই ঘটনা। জানা গেছে, প্রায় দেড় ঘণ্টা কার্নিশেই ঝুলে ছিল ওই রোগী। এই ঘটনায় হাসপাতালে হুলুস্থ‚ল পড়ে যায়। দমকল ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা যেয়ে উদ্ধার করে ওই রোগীকে। পিপিই কিট পরে উদ্ধার করা হয় ওই রোগীকে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ওই বিল্ডিংয়ের নিচ থেকে লোকজন কার্নিশে ওই রোগীকে দেখতে পেয়ে হতচকিত হয়ে পড়েন। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান যে, কার্নিশ থেকে পা ঝুলিয়ে বসেছিল সে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।