Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামনে অসুস্থ স্বামী, আর ওড়না ধরে টান দিল স্টাফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১২:০২ এএম


ভারতের কোভিড হাসপাতালগুলোতে চলছে মানবিক সংকট। এর মাঝেও থেমে নেই নারীর প্রতি সংহিসতা। স¤প্রতি বিহারের ভগলপুরের একটি হাসপাতালে ঘটেছে বাকরুদ্ধ হওয়ার মতো যৌন হয়রানির ঘটনা। ভগলপুর গেøাকাল হাসপাতালে কোভিডে আক্রান্ত স্বামীকে ভর্তি করান এক নারী। এরপর মুখোমুখি হন একের পর এক বিভীষিকার। শেষে উপায় না দেখে আপলোড করেন ১২ মিনিটের একটি ভিডিও। ভিডিওতে ওই নারী বলেন, ‘আমার মা খুব অসুস্থ। তিনি আইসিইউতে। এদিকে আমার স্বামীর হয়েছে কোভিড। সে এতোটাই অসুস্থ যে উঠে বসতে পারছিল না। ডাক্তার-নার্স আসছে আর যাচ্ছে। কেউ কথা শুনছে না। সে হাত বাড়িয়ে পানি চেয়েছিল, কেউ দেয়নি। এর মাঝে জ্যোতি কুমার নামের এক স্টাফ এগিয়ে এলো আমার দিকে। সে প্রথমে আমার স্বামীকে সাহায্য করলো। নোংরা বিছানাটা বদলে দিলো। এরপর এগিয়ে গেলাম আমি। সামনে অসুস্থ স্বামী, আর ওই স্টাফ কিনা পেছন থেকে আমার ওড়না ধরে টান দিলো। সে আমার কোমরও জড়িয়ে ধরার চেষ্টা করলো কয়েকবার। বাধা দিলে, সে হাসতে থাকে। আমি জোরগলায় প্রতিবাদও করতে পারিনি। কারণ সে যদি আমার স্বামী বা মায়ের কোনও ক্ষতি করে বসে!’ ভিডিও আপলোড করায় অবশ্য কাজ হয়েছে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে গ্লোকাল হাসপাতাল ইতোমধ্যে জ্যোতি কুমারকে বরখাস্ত করেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ