Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীনগরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

শ্রীনগর সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ৭:৩১ পিএম

উপজেলায় দুই মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষে ২ চালক নিহত হয়েছে।এ সময় মোটর সাইকেলের ৪ আরোহী সামান্য আহত হন। মঙ্গলবার দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছেন-লোকমান হোসেন (২০) ও শাহ-জালাল (৩৫)। নিহত লোকমান পার্শ্ববর্তী উপজেলা লৌহজংয়ের কান্দিপাড়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে। অপর নিহত শাহ-জালাল শরীয়তপুর জেলার সখিপুরের চরকান্দা মুন্সীকান্দি গ্রামের সামসুদ্দৌহা সরকারের ছেলে। নিহত দুইজনই মোটর সাইকেলের রাইডার। তারা মোটর সাইকেলে করে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করতো।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, বিপরীতগামী দু’টি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেল চালক লোকমান। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথিমধ্যে মারা যান অপর মোটরসাইকেলের চালক শাহ-জালাল। আহতদের মধ্যে একজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ