বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর মহানগরীর গাছা এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে ২ ডাকাতকে অস্ত্র সহ পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ২ ডাকাত হলো সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. সাজ্জাত (২২) ও একই থানা এলাকার সুলতান মেডিকেলের পিছনে ভাড়াটিয়া ছায়দার আলী ওরফে সাঈদের ছেলে মো. মোবারক হোসেন (১৭)। পুলিশ এসময় তাদের নিকট থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে।
গাজীপুর মহানগরীর থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিওিতে পুলিশ খবর পায় যে, মহানগরীর গাছা থানাধীন কুনিয়া পাছর মতি মার্কেটের সামনে হাজী স্কুল রোড এর উপর সাজ্জাদ ও মোবারকসহ কয়েকজন ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এ সময় ডিউটিরত গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে গাছা থানায় প্রচলিত আইনে মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।