Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ৪:০৮ পিএম | আপডেট : ৪:১০ পিএম, ১১ মে, ২০২১

রাজশাহীতে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। নগরবাসী বলছেন, তীব্র তাপদাহ ও গরমের পর এ বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। নগরবাসী বলছেন, রাজশাহীতে এটা এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি। কারণ এত বৃষ্টি রাজশাহীতে এ মৌসুমে হয়নি। আগে ঝড় হলেও তেমন বৃষ্টি হয়নি। মঙ্গলবার দুপুর একটার দিকে বৃষ্টি শুরু হয়। এ রিপোর্ট লেখার সময় দুপুর আড়াইটার দিকেও বৃষ্টিপাত হচ্ছিলো।
এছাড়া এই বৃষ্টি আম-লিচুসহ অন্যান্য ফসলেরও উপকার করবে বলে জানায় কৃষি অধিদফতর।
নগরবাসী বলছেন, যে ভয়াবহ তাপদাহের কবলে পড়েছিলো রাজশাহী তাতে মনে হচ্ছিলো এবার মনে হয় বৃষ্টির দেখা আর পাওয়া যাবে না। আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও এত বৃষ্টি হয়নি কখনো।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এবারের ঈদটা বৃষ্টিপাতের মধ্যে দিয়েই কাটার সম্ভাবনা বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ