Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পুঠিয়ায় ঝড়ো হাওয়া শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ৯:৫৯ এএম

পুঠিয়া ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে পড়ে এলাকার কৃষকেরা। মঙ্গলাবর ভোররাত থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া, বড়বাড়িয়া, পদপাড়া, কাশিয়াপুকুর, তেবাড়িয়া, পচামাড়িয়া, নান্দিপাড়া, মোল্লাপাড়া, শক্তিপাড়া, যশোপাড়া, কানমাড়িয়া, রাতোয়ালসহ ইউনিয়নটির পুরো এলাকা এবং ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল এলাকার উপর দিয়ে এ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি বয়ে যায়। এতে উঠতি ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উঠতি ফসলের ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে বোরো ধান, পাট, আম, লিচু ও বিভিন্ন ধরনের সবজি। এছাড়াও পানের বরজের ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়ায় ও শিলাবৃষ্টিতে এলাকার আধাপাকা, কাঁচা ঘরবাড়ির টিনের চাল শিরাবৃষ্টিতে ঝাঁঝরা হয়েগেছে। অনেক যায়গায় ঘরবাড়ির টিনের চালা ও ছনের চাল উড়ে গিয়েছে। বর্তমানে অনেকেই ঘরের ছাদহীন হয়ে খোলা আকাশের নিচে রয়েছে। ভোররাতে বয়ে যাওয়া ঝোড়ো হওয়া ও শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইউনিয়নের কার্তিপাড়া, বড়বাড়িয়া ও তার আশেপাশের এলাকায়। উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুইয়া ভোরাতের ঝোড়ো হওয়া ও শিরাবৃষ্টিতে ফসলে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণেরা এলাকায় ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছে। তারা রিপোর্ট দিলে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ