Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেহনাজ গিল : কে বলে আমি ইংরেজি জানি না?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১২:০২ এএম

ভক্তদের মন জয় করার কায়দা জানেন শেহনাজ গিল। কোভিড-১৯-এ ভারতে যখন মৃত্যুর সংখ্যা বাড়ছে তখন তিনি ভক্তদের পরামর্শ দিয়েছেন নতুন শখ শুরু করার বা পুরনো শখের চর্চা করতে। তিনি ইংরেজি শেখার জন্য যে প্রয়াস নিয়েছেন তার প্রক্রিয়া দেখিয়েছেন, জাস্টিন বিবারের ‘পিচেস’ গানটি গেয়েছেন ইনস্টাগ্রামে আর মজা করে বলেছেন, ‘কে বলে আমি ইংরেজি বলতে পারি না? পাঞ্জাবির ছোঁয়া থাকতে পারে তবে যে ভাষার প্রভাব থাকুক না কেন ইংরেজি তো ইংরেজিই।’ ক্যাপশনে লিখেছেন, ‘নিজের বাড়িতে নিরাপদে থাকুন। নতুন শখ শুরু করুন বা পুরনোটিতে দক্ষ হয়ে উঠুন। বাড়িতে থেকে বিনোদনের অনেক উপায় আছে। আমরাই আমাদের নিরাপত্তার জন্য দায়বদ্ধ।’ একজন মন্তব্য করেছে, ‘আমরা জানি তুমি তামার দুর্বলতা কাটাবার চেষ্টা করছে আর দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করেছে।’ আরেক ভক্তের মন্তব্য, ‘তোমার উচ্চারণ নিখুঁত।’ স¤প্রতি গায়ক বাদশাহ’র একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেহনাজ এছাড়া দিলজিত দোসাঞ্জের বিপরীতে একটি পাঞ্জাবি চলচ্চিত্রের জন্য কানাডাতে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তিনি জানান বাদশাহ আর দিলজিতের সঙ্গে কাজ করা ছিল তার স্বপ্ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেহনাজ গিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ