প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মারভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) ব্রুস ব্যানার ওরফে হাল্কের ভূমিকায় যাত্রা শুরু হবার আগে মাত্র একটি ফিল্মে এই চরিত্রটি করেছেন এডওয়ার্ড নর্টন (ছবিতে ডানে)। তিনি বাদ পড়ে যান আর ২০১২’র ‘দি অ্যাভেঞ্জার্স’ ফিল্মে হাল্ক হয়ে আসেন মার্ক রাফেলো। অ্যাভেঞ্জারদের নিয়ে পরিচালক জস হুইডন ২০১০ সালে পর্বটির শুটিং শুরু করবার আগে প্রযোজক কেভিন ফাইজ ঘোষণা দেন তারা নর্টনের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন। তিনি বিবৃতিতে বলেন, ‘আর্থিক কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়নি, বরং আমরা এমন একজন শিল্পী চাইছি যে সৃজনশীল আর তার সঙ্গে তার মধ্যে আছে প্রতিভাবান সহশিল্পীদের সঙ্গে সহযোগিতার মানসিকতা।’ তিনি আরও বলেন, ‘আমাদের ‘দি অ্যাভেঞ্জার্স’-এর জন্য এমন শিল্পী লাগবে যে একটি দলের অংশ হয়ে কাজ করতে পারবে, যা আছে রবার্ট (ডাউনি জুনিয়র), ক্রিস এইচ (হেমসওয়ার্থ), ক্রিস ই (ইভান্স), স্যাম (এল. জ্যাকসন), স্কারলেটের (জোহানসন) মধ্যে। আমরা এমন একজন শিল্পীর নাম ঘোষণার অপেক্ষায় আছি যে এই চাহিদা মেটাতে পারবে এবং সামনের সপ্তাহগুলোতে এই ভূমিকায় অভিনয় চালিয়ে যাবে।’ নর্টন অভিনেতা হিসেবে অতুলনীয় হলেও জানা যায় কাজ করার জন্য তিনি খুব সহজ মানুষ নন। নর্টনের মুখপাত্র তার মক্কেলকে মন্দভাবে চিত্রিত করার জন্য মারভেলের কাছে প্রতিবাদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।