Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় সিলেটে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৪ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ৫:৩৫ পিএম

গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে সিলেটে। এসময় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়েছেন ৯৪জন। আজ সোমবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে তথ্যানুযায়ী, নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ৭৪ জন সিলেটে। এর মধ্যে সিলেট ৪৮, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জে ৭, মৌলভীবাজারে ২ ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ১২ জন। এনিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্য সিলেট বিভাগে এখন দাঁড়িয়েছে ২১ হাজার ২২৬ জনে। এরমধ্যে সিলেট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬৯১, সুনামগঞ্জে ২ হাজার ৭৫৮, হবিগঞ্জে ২ হাজার ৪২৫ ও ২ হাজার ৩৫২ জন মৌলভীবাজারে। একই সময়ে সুস্থ হয়েছেন ৯৪ জন। এরমধ্যে সিলেটের ৪০, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জের ২৬, ৮ জন মৌলভীবাজারে। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা এখন  দাঁড়ালো ২০ হাজার ১০ জনে। এরমধ্যে সিলেট ১৩ হাজার ২৪৫ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৭৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৭২ জন ও ২ হাজার ২১৯ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় সিলেটের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী। এ পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০৯ জন রয়েছেন চিকিৎসাধীন। এরমধ্যে সিলেট ১৯৬ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১১ জন ও ১ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মারা গেছে ২ জন। এরদের মধ্যে সিলেট ১জন ও মৌলভীবাজারের আরও ১জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এখন ৩৬৯ জনে। এরমধ্যে সিলেট ২৯৪ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও ২৯ জন রয়েছেন মৌলভীবাজারের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ