Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যমুনায় ভাসিয়ে দেয়া হচ্ছে করোনায় মৃতদের লাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ৩:৩১ পিএম | আপডেট : ৩:৩৫ পিএম, ১০ মে, ২০২১

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মৃতপ্রায় যমুনা নদীতে এ বার লাশের মিছিল। একটা নয়, দু’টো নয়, এক দিনে প্রায় এক ডজন লাশ ভাসতে দেখা গেল নদীর বুকে। রাজ্যে করোনার প্রকোপ হালকা করে দেখানো হচ্ছে বলে যখন অভিযোগে বিদ্ধ যোগী আদিত্যনাথ, ঠিক সেই সময় এমন শিউরে ওঠার মতো দৃশ্য সামনে এল।

স্থানীয়রা জানিয়েছেন, করোনায় কার্যত মড়ক লেগেছে যমুনার আশেপাশের গ্রামগুলিতে। কিন্তু অনেক পরিবারেরই সৎকারের সামর্থ্য নেই। তাই পরিজনদের মৃতদেহ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। হামীরপুর জেলায় যমুনা নদীর উপর কানপুর-সাগর মার্গ সংযোগকারী একটি সেতুর উপর থেকে গত বৃহস্পতিবার ওই দৃশ্য চোখে পড়ে। দেখা যায়, যমুনায় বেশ কিছু লাশ ভেসে যাচ্ছে। নদীর কিনারায় আটকে গিয়েছে দু’-একটি লাশ। সেখানে ভিড় করেছে কাকের দল। চড়ে বেড়াচ্ছে গরু-মহিষও। মৃতদেহ পাশ কাটিয়েই নদীর পানি থেকে তেষ্টা মেটাচ্ছে তারা।

বিষয়টি নজরে পড়তেই সেতুর উপর যান চলাচল কার্যত থমকে যায়। রেলিংয়ের উপর থেকে ঝুঁকে পড়েন পথচলতি মানুষ। খবর দেয়া হয় পুলিশকেও। ট্র্যাক্টর নিয়ে গিয়ে নদীর তীর থেকে দু’টি লাশ উদ্ধার করে নিয়ে গিয়ে সৎকার করে তারা। ওই দু’টি শবের মধ্যে একটি আধপোড়া দেহ ছিল বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। একসঙ্গে এত লাশ কোথা থেকে এল, করোনায় আক্রান্ত হয়ে সকলের মৃত্যু হয়েছে কি না, এমন হাজারো প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, করোনা রোগীদের মৃতদেহই যদি ভাসিয়ে দেয়া হয়, সে ক্ষেত্রে নদীর পানি কতটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছন অনেকে।

কানপুর এবং হামীরপুরের জেলার সীমানা নির্ধারণ করে যমুনা। তবে স্থানীয়দের কাছে সেটি মোক্ষদায়িনী কালিন্দী নামে পরিচিত। মৃত্যুর পর লাশ নদীতে ভাসিয়ে দেয়ার প্রথা যুগ যুগ ধরেই চলে আসছে সেখানে। স্থানীয়রা একে ‘জলপ্রবাহ’ বলেন। তবে এত দিন একটা দু’টো লাশ চোখে পড়লেও, এ ভাবে একসঙ্গে একডজন লাশ কখনও দেখা যায়নি। তাই মৃতদেহগুলি করোনা রোগীদেরই বলে দাবি করছেন স্থানীয়রা।

এ নিয়ে পুলিশের তরফে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে করোনার প্রকোপে যে হারে মৃত্যু বেড়ে চলেছে রাজ্যে, তাতে স্থানীয়দের অভিযোগ উড়িয়ে দেননি হামীরপুরের এসপি অনুপকুমার সিংহ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মৃতদের শনাক্তকরণের কাজ চলছে। সূত্র: এবিপি।



 

Show all comments
  • শওকত আকবর ১০ মে, ২০২১, ৩:৫৮ পিএম says : 0
    এত লাশ রাখিবে কোথায়?যমুনায় ভাসছে লাশ এখনো কি মানূষ আমরা মানূবিক হবোনা!
    Total Reply(0) Reply
  • Shafiqul Alam ১০ মে, ২০২১, ৫:০৯ পিএম says : 0
    যাতে সংক্রমণ ছড়িয়ে পরতে পারে?
    Total Reply(0) Reply
  • হাবীব ১০ মে, ২০২১, ৫:১০ পিএম says : 0
    ওরা কবে যে মানুষ হবে?
    Total Reply(0) Reply
  • গিয়াস উদ্দীন ফোরকান ১০ মে, ২০২১, ৫:১০ পিএম says : 0
    এটা খুবই খারাপ কাজ করছে তারা
    Total Reply(0) Reply
  • টয়া ১০ মে, ২০২১, ৫:১১ পিএম says : 0
    এতে নদীর তীরবর্তী সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে
    Total Reply(0) Reply
  • JAHIR ১০ মে, ২০২১, ৬:১৬ পিএম says : 0
    সমাজের সকল স্তরের মানুষের এ সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। আর তা না হলে এর ক্ষতিকর প্রভাব থেকে কেহই রক্ষা পাবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ