মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের এক গৃহবধূ বিশ্বে সবচেয়ে কম সময়ে সন্তানের জন্ম দেয়ার রেকর্ড গড়েছেন। প্রসব ব্যথা শুরু হওয়া থেকে সন্তানের জন্ম দিতে তার সময় লেগেছে মাত্র ২৭ সেকেন্ড।
হ্যাম্পশায়ারের বাসিন্দা ওই গৃহবধূর নাম সোফি বাগ (২৯)। সোফি ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। মাঝরাতে তার ঘুম ভেঙে গিয়েছিল। প্রসব ব্যথা তেমন মারাত্মক না হলেও তার সামান্য একটু অস্বস্তি হচ্ছিল। তলপেটে অতি সামান্য ব্যথা হচ্ছিল। শৌচাগারে যাওয়ার প্রয়োজন বোধ করছিলেন তিনি। কমোডে বসার পরই তিনি বুঝতে পারেন সন্তান বেরিয়ে আসছে।
ওই অবস্থাতেই তিনি শৌচাগার থেকে বেরিয়ে দ্রুত বেড় রুমে চলে আসেন। ততক্ষণে সন্তানের মাথা বেরিয়ে এসেছে। স্ত্রীর এই অবস্থা দেখে হতবাক হয়ে যান স্বামী ক্রিস (৩২)। মুহূর্তের মধ্যেই তিনি স্বামীর কোলে সন্তানের জন্ম দেন।
শৌচাগারে প্রবেশ এবং সন্তানের জন্ম দেওয়া মিলিয়ে সোফি বাগের সময় লেগেছে মোট ২৭ সেকেন্ড। তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। জন্মের পর তার নাম রেখেছেন মিলি। সূত্র : দ্য মিরর, নিউজ ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।