Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেরুজালেম মুক্তকরণে মুসলিম জাতিসংঘ গঠন করুন -ইসলামী ঐক্য আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ৬:০১ পিএম

ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান এক বিবৃতিতে সম্প্রতি ইসরায়েলী বাহিনী কর্তৃক মসজিদে আকসায় মুসলমানদের পবিত্র তারাবির নামাজ চলাবস্থায় অতর্কিত গুলিবর্ষণ এবং ন্যাক্কার জনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি বলেন পবিত্র রমজান মাস ও তারাবির নামাজ বিশ্বমুসলিমের নিকট অত্যন্ত গুরুত্ববহ। বিশ্বমুসলিম এ মাসে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের জন্যে সিয়াম সাধনার সাথে রাত জেগে তারাবির নামাজ আদায় করে থাকে অত্যন্ত গুরুত্বসহকারে। এ মাসে রয়েছে কুরআন অবতীর্ণের রাত লাইলাতুল ক্বাদর। ফিলিস্তিনের মুসলমানরা গত শুক্রবার রাতে সম্ভাব্য লাইলাতুল ক্বদরে পবিত্র তারাবির নামাজ পড়া অবস্থায় ইসরাঈলের সন্ত্রাসী বাহিনী নিরস্ত্র মুসলমানদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে শত শত মুসলমানকে আহত করেছে, পবিত্র আকসাকে রক্তাক্ত করেছে। স্পষ্টত এ হামলা মুসলমানদের ধর্মীয় অধিকারের উপর অনাধিকার হস্তক্ষেপ এবং মানবাধিকারের লংঘন। তিনি এ সন্ত্রাসীকা-ে আরব লীগ এবং ওআইসির নীরব ভূমিকারও সমালোচনা করে বলেন, সময় এসেছে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মুসলমানদের অধিকার রক্ষা ও বায়তুল মুকাদ্দাস এবং জেরুজালেম মুক্ত করণে প্রয়োজনে আলাদা মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ