Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামির দায় স্বীকার

ফেনীতে মাদরাসাছাত্রী খুন

ফেনী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১২:০১ এএম

ফেনীতে মাদরাসাছাত্রী হত্যা মামলার চার্জশিট শীঘ্রই প্রদান করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। গতকাল শনিবার নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, ওসি খালেদ হোসেন, ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন ও ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি এ এন এম নুরুজ্জামান প্রমুখ।
গত শুক্রবার কিশোরীর ভাই আশ্রাফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিশানকে একমাত্র আসামি করা হয়েছে। চাচাতো বোনকে হত্যার দায় স্বীকার করে শুক্রবার ফেনীর সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহাম্মদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন আক্তার হোসেন নিশান। তদন্তকারী একটি সূত্র মতে, জবানবন্দিতে নিশান জানায় ছোট বেলায় তার বাবা মারা যায়। তারা দরিদ্র হওয়ায় চাচার পরিবার নিয়মিত তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো। একটু সুযোগ পেলেই কটু কথা বা গালমন্দ করা হতো। এনিয়ে দীর্ঘদিন থেকে তার মনে ক্ষোভ জন্মাতে থাকে। সুযোগে তাদের ঘরে ঢুকে ড্রয়িং রুমে কিশোরীর হাত ও মুখ বেঁধে ফেলে নিশান। টানা-হেছড়া করে তাকে ছাদের সিঁড়ির কক্ষে নিয়ে যায়। আবার গামছা দিয়ে হাত-মুখ বেঁধে তাদের রান্না ঘর থেকে ছোরা নেয়ে গলায় এলোপাতাড়ি কোপায় সে। পরে মৃত্যু নির্শ্চিত করে ছাদের এক পাশে একটি গাছ বেয়ে নিচে নেমে নিজের ঘরে চলে যায়। সিঁড়িতে তার সেন্ডেল ফেলে যাওয়ার কথা তখন ভুলে যায়। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান হোসেন জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত ও রশি প্যাঁচানো ছিলো। ছাদে লাশে পাশেই পড়ে ছিল নিশানের জুতা। ঘটনার দিন রাতেই তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। হত্যার ঘটনায় ব্যবহৃত একটি ছোরাও উদ্ধার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়ে নানা তথ্য প্রকাশ করে। জবানবন্দি গ্রহণ শেষে আদালতের আদেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে হাসপাতালের একটি সূত্র জানায়, ফেনী জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ধর্ষণ হয়েছে কিনা সেটি ময়নাতদন্তকারী চিকিৎসকরা নিশ্চিত না হলেও ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে বলে ওই সূত্র জানিয়েছে। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের আদেশে নিশানকে কারাগারে প্রেরণ করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসাছাত্রী খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ