Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিজ বাড়িতে জীবিত আছেন লাকি আলি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১২:০২ এএম

জনপ্রিয় গায়ক লাকি আলি নিশ্চিত করেছেন তিনি জীবিত আর সুস্থ আছেন। কোভিড-১৯ শনাক্ত হবার পর সম্প্রতি গুজব রটে তিনি মারা গেছেন, এর জবাবে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সবাইকে শুভেচ্ছা, গুজবের জবাব দিচ্ছি। আমি জীবিত আর সুস্থ, শান্তিতে নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছি, হা হা। আশা করি সবাই ঘরের ভেতর নিরাপদে আছেন। এই বিপর্যয়কর সময়ে স্রষ্টা সবাইকে নিরাপদ রাখুক।’ তার মৃত্যুর গুজব রটার পর সামাজিক মাধ্যমে ভক্তরা শোক জানাতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে অভিনেত্রী নাফিসা আলি টুইট করেন, ‘লাকি পুরো ভাল আছে এবং আজ দুপুরে তার সঙ্গে কথা হয়েছে। সে তার খামারে তার পরিবারের সঙ্গে আছে। কোভিড নেই। সুস্থ আছে।’ একটি দৈনিকের সঙ্গে আলাপকালে লাকির বন্ধু নাফিসা বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। লাকির কোভিড নেই। আসলে তার শরীরে অ্যান্টিবডি রয়েছে। সে সঙ্গীত নিয়ে ব্যস্ত আর কনসার্টের পরিকল্পনা করছে। এখন সে ব্যাঙ্গালোরে তার খামারে আছে আর তার পরবারও তার সঙ্গে আছে।’ অভিনেতা মেহমুদের ছেলে লাকির প্রথম অ্যালবাম ‘সুনো’ ১৯৯৬তে মুক্তি পেয়ে ৬০ সপ্তাহ এমটিভি এশিয়ার শীর্ষ তিনে অবস্থান করে। ‘এক পাল কা জিনা’ এবং ‘না তুম জানো না হাম’ তার জনপ্রিয় গান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাকি আলি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ