Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ৭:৩৩ পিএম

পিরোজপুরে ৫ মে একটি সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শ্লোগানের প্রতিবাদে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের উপর গুলি ও বোমা নিক্ষেপ সহ কয়েকদিন ধরে সন্ত্রাসী বাহিনী কর্তৃক ছাত্রলীগ নেতা, স্বেচ্ছাসেবকলীগ নেতা এবং জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের বাড়ি ভাংচুর এবং হামলার ও লুটপাটের প্রতিবাদে এবং আসামীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের টাউন ক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দামোদর ব্রিজের উপরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. খান মো: আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু সহ নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু।

সভায় বক্তারা বলেন, পিরোজপুর শহরে ৫ মে একটি সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যারা শ্লোগান দিয়েছে তারা কখনো আওয়ামীলীগের কেউ হতে পারে না। তারা জামাত-বিএনপির দোষর বা দলে ঘাপটি মেরে থাকা জামাত-বিএনপির লোক। তাই যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শ্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ’র উপর গুলি ও বোমা নিক্ষেপ, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবের বাড়িতে ডাকাতির উদ্দেশ্য হামলা ও ভাংচুর সহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগ নেতাদের বাড়িতে হামলার ও লুটপাটের প্রতিবাদ করেন। এ সময় বক্তারা এ ঘটনার মামলায় আসামীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিরোজপুর

২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ