Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় মৌচাক ভাঙতে গিয়ে যুবক নিহত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ১১:১৩ পিএম

খুলনা মহানগরীতে মৌচাক ভাঙতে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ জাহাংগীর আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা সিএসডি কলোনির ভিতরে একটি গাছ থেকে তিনি পড়ে গুরুতর আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাংগীর আলম ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুর থানার ফুলবাড়ী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। মহেশ্বরপাশা স্টিল সাইলোতে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা গেছে, সিএসডি কলোনির ভিতরে মধুর চাক ভাঙার জন্য তিনি গাছ ওঠেন। এসময়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে কোমরে এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরবর্তীতে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ