রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা
বিয়ে পড়া শেষ। খাবার শেষে বর তার বন্ধুদের নিয়ে পায়চারী করছেন। মাথায় মুকুট পরা বরকে চিনতে কষ্ট হয়নি পুলিশের। বেরশিক পুলিশ গাড়ি থেকে নেমে ধরে ফেললেন বরকে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় উপজেলার তিলাই ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে হতচকিত হয়ে পড়ে বিয়ে বাড়ির প্রায় শতাধিক আমন্ত্রিত অতিথি। জানা গেছে, পাইকেরছড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র টাইলস মিস্ত্রি আসাদুলের সাথে তিলাই ইউনিয়নের দঃ তিলাই গ্রামের ইয়াসিনের কন্যা হামিদা খানম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ইসমত আরা বেগমের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে রেজিস্ট্রি এবং সামাজিকভাবে বিয়ে পড়ানো হয়। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের নেতৃত্বে ভ্রামমাণ আদালত অভিযান চালিয়ে বরকে আটক করে থানায় নিয়ে আসে। বিবাহ রেজিস্ট্রারসহ অভিভাবকরা পলাতক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।