Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরে অস্ত্র রেখে যুবলীগ নেতাকে গ্রেফতার চেষ্টা

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ১২:০০ এএম

একটি ব্যাগের ভেতরে ছুরি ও চাপাতি নিয়ে যুবলীগ নেতা ঝন্টু প্রামানিকের ঘরে ঢুকে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালালেও এলাকাবাসির বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়েছে বগুড়ার শাজাহানপুর কৈগাড়ী ফাঁড়ির পুলিশ। এই গুরুতর অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন শাজাহানপুর থানার জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকার বাসিন্দা ও যুবলীগ নেতা ঝন্টু প্রামানিকের স্ত্রী লিমা বেগম। গতকাল দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে শাজাহানপুর থানার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির একদল সদস্য তাদের বাড়িতে সার্চ ওয়ারেন্ট ছাড়াই জোরপুর্বক ঢুকে পড়ে। এর কারণ জানতে চাইলে তার স্বামীর ঘরে চাপাতি ও ছুরি বহনকারি একটি ব্যাগ রেখে বলে ঝন্টু সন্ত্রাসী তার ঘরে অস্ত্র পাওয়া গেছে। এধরণের কথাবার্তা ও পুলিশের হুমকি ধমকি দেখে আশেপাশের লোকজন এসে পুলিশের অপেশাদার আচরণের প্রতিবাদ করলে পুলিশ বেগতিক পরিস্থিতিতে ঘটনাস্থল ত্যাগ করে।

তবে এই ঘটনায় তারা পারিবারিকভাবে টেনশনে আছেন বলে জানান লিমা। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিকার করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ ও তাদের নিরাপত্তা দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ