রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জে শিবলী আজিজ (১৮) নামে এক কলেজ ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সে উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর গ্রামের আশরাফ ম-লের পুত্র। গত বুধবার রাতের এ হত্যাকা- সংঘটিত হয়েছে বলে পুলিশ ধারণা করছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর গ্রামের ধানক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হয়। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যার পর শিবলী বাইরে যাওয়ার কথা বলে বের হয়ে রাতে আর বাড়ী ফেরেনি। পরিবারের লোকজন রাতভর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। গত বৃহস্পতিবার ঘোষপুর গ্রামের ধানক্ষেতের পাশে তার লাশের সন্ধান মেলে। পুলিশের ধারণা শিবলীর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এলাকাবাসী জানায়, পার্শ্ববর্তী কাউয়াপুকুর গ্রামের দেলওয়ার হোসেনের কন্যা দশম শ্রেণীর ছাত্রী লিশার সাথে প্রেমঘটিত কারণের জের ধরে এ হত্যাকা- ঘটেছে। নিহত শিবলী শঠিবাড়ী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, জিজ্ঞাসাবাদের জন্য লিসাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে এ ব্যাপারে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।